জয়েন্ট এবং নিটের পরীক্ষার্থীদের সম্পূর্ণ বিনামূল্যে কোচিং দেওয়ার সিদ্ধান্ত
বর্ধমান :- মঙ্গলবার সংস্কৃত লোকমঞ্চ কেরিয়ার এন্ড কোর্স এবং বর্ধমান জেলা পুলিশের যৌথ উদ্যোগে জয়েন্ট এবং নিটের পরীক্ষার্থীদের সম্পূর্ণ বিনামূল্যে কোচিং দেওয়ার সিদ্ধান্ত নেয়া হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এসপি কামনাশিস সেন, সদরের দক্ষিণের এসডিপিও আমিরুল ইসলাম খান, বিধায়ক খোকন দাস সহ অন্যান্যরা। বুধবার কাটোয়াতেও এই কর্মসূচী পালন করা হবে।
আগামী ১০ ডিসেম্বর থেকে মোট তিনশো জন পড়ুয়াকে নিয়ে এই কোচিং ক্লাস শুরু হবে বলে জানা গিয়েছে। সম্পূর্ণে বিনামূল্যেই এই ক্লাস করতে পারবে পড়ুয়ারা। আবেদনকারীর দিক থেকে বাকুড়ার পরেই রয়েছে পূর্ব বর্ধমান। তাদের কোচিংএর দায়িত্ব নিচ্ছে বর্ধমান জেলা পুলিশ।
এব্যাপারে এসপি কামনাশিস সেন বলেন, আমাদের জেলা থেকে দ্বিতীয় সর্বাধিক পড়ুয়া এই কোচিংএর জন্য আবেদন করেছে।
জেলা থেকে আবেদনকারীদের মধ্যে ২০ শতাংশ পড়ুয়াও যদি জয়েন্ট এন্ট্রান্স ও নিট পার করতে পারে তাহলে সেটাও আমাদের বড় সফলতা। আশা করছি এই কোচিংএর পর সেই লক্ষ্য আমরা পূরণ করতে পারবো। বর্ধমান সদর দক্ষিণের বিধায়ক খোকন দাস বলেন, এটা খুব ভালো উদ্যোগ জেলা পুলিশের। এতে বহু দুঃস্থ পড়ুয়া উপকৃত হবে। আমাদের রাজ্য সরকারও পড়ুয়াদের সবসময় পাশে থাকে। এই কোচিংএ কোনোরকম সাহায্যের প্রয়োজন পড়লে আমি আছি।