স্টেশনে ফ্রীতে ওয়াইফাই পাওয়ার দিন শেষ !

রেল স্টেশন গুলিতে সবসময়ের জন্য ওয়াইফাই পরিষেবা ফ্রিতে দেওয়া হতো। সারা দেশের প্রায় ৬০৭১টি মত স্টেশনে এই পরিষেবা পেতেন সাধারণ মানুষ। সারাদিন রেলস্টেশনে বসে ওয়াইফাই ব্যবহার করলেও, তার জন্য একটি টাকাও যাত্রীদের দিতে হতো না। একই নিয়ম জারি ছিল শিয়ালদা সহ নানান স্টেশনে।এবার সেই নিয়মে ঘটল বদল। গুগল এতদিন যে ফ্রিতে ওয়াইফাই পরিষেবা দিচ্ছিল তার মেয়াদ অনেক আগেই শেষ হয়েছে। এবার থেকে স্টেশনে বসে ওয়াইফাই ব্যবহার করলে গুনতে হবে টাকা।

• কেন এমন সিদ্ধান্ত ?

রেলের সাথে ফ্রি ওয়াইফাই পরিষেবার চুক্তি হয়েছিল পাঁচ বছরের জন্য। দু’বছর আগেই সেই মেয়াদ পেরিয়ে গেছে। স্বাভাবিকভাবেই সেই নতুন চুক্তি আর পুনর্নবীকরণ করানো হয়নি। বিনা পয়সায় এই পরিষেবা দিতে গিয়ে অনেক ঘাটতির মুখে পড়তে হয়েছে। তখন সেই দায়িত্ব গিয়ে পড়ে রেলের আওতায় থাকা নিজস্ব টেলিকম সংস্থা উপর। কিন্তু সেখানেও একই সমস্যা। প্রচুর ডেটা খরচের কারণে দেখা দেয় টাকার ঘাটতি। অনেকে আবার শুধুমাত্র ফ্রিতে ওয়াইফাই ব্যবহার করবেন বলে স্টেশনে অনেকক্ষণ ধরে বসে থাকেন ,সিনেমা ডাউনলোড করেন এবং গান শোনেন ।

• প্রথম আধঘন্টা ফ্রি , তারপর ?

নানাবিধ কারণে তাই রেল কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছে, প্রথম আধঘন্টা ফ্রিতে ওয়াইফাই পরিষেবা দেওয়া হবে। তারপর কোন ব্যক্তি কানেকশন চাইলে তাকে দিতে হবে টাকা। যদিও তার জন্য রয়েছে নানান অপশন। ডেটা প্যাক হিসেবে রাখা হয়েছে ১০,১৫,২০,৩০,৪০,৫০ এবং ৭৫ টাকার প্যাক। গ্রাহকদের যার যেমন যেটা সুবিধা হবে, তিনি সেটাই ব্যবহার করতে পারেন।

এছাড়াও জোরকদমে উদ্যোগ চলছে, যেসব রেলওয়ে স্টেশন গুলিতে এখনো পর্যন্ত ওয়াইফাই পরিষেবা পৌঁছায়নি তার সুব্যবস্থা করা। এই কাজ করা হবে ধাপে ধাপে, তার জন্য রয়েছে প্রচুর খরচ। রেল কর্তৃপক্ষের দাবি অনুযায়ী, এই বিশাল খরচের কিছুটা অংশ আদায় করা হবে পরিষেবা গ্রহণকারী ব্যক্তিদের কাছ থেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *