আন্তঃরাজ্য আগ্নেয়াস্ত্র লাইসেন্সের একটি জাল চক্রের সন্ধান পেল সিআইডি

গ্রেপ্তার করা হয়েছে চক্রের মাথা সফিক মোল্লা-সহ আরও পাঁচ অভিযুক্তকে। ধৃতরা বর্ধমান ও উত্তর ২৪ পরগনার বাসিন্দা। এদের থেকে পাওয়া গেছে পাঁচটি জাল লাইসেন্স, পাঁচটি আগ্নেয়াস্ত্র এবং কয়েক রাউন্ড গুলি।বৃহস্পতিবার রাতে এই অভিযান চালান সিআইডির স্পেশাল অপারেশন গ্রুপের (এসওজি) সদস্যরা।

প্রাথমিক তদন্তের পর সিআইডি জানিয়েছে, এদের থেকে পাওয়া জাল লাইসেন্সের মাধ্যমে অস্ত্র সংগ্রহের পর অভিযুক্তরা বিভিন্ন বেসরকারি সিকিউরিটি এজেন্সিতে যুক্ত হত। কলকাতা এবং তার আশেপাশের বিভিন্ন জায়গায় এই সিকিউরিটি কর্মীরা যুক্ত আছে বলে গোয়েন্দাদের অনুমান। সফিক ছাড়া অন্য ধৃতরা হল, জুলফিকার শেখ, সাবির মণ্ডল, ইমানুল মণ্ডল, হাফিজুল শেখ এবং বিমান মণ্ডল।

বর্ধমানের মেমারি থানায় এই বিষয়ে একটি মামলা শুরু করেছে সিআইডি।সিআইডির একটি সূত্র জানিয়েছে, লাইসেন্স সংক্রান্ত প্রয়োজনীয় সরকারি সিল জাল করেই এই কাজ করত অভিযুক্ত সাফিক। দুষ্কর্মে সহযোগী তার সঙ্গীদের মাধ্যমেই যোগাযোগ হত আগ্নেয়াস্ত্রের লাইসেন্স পেতে চাওয়া ইচ্ছুকদের। চাহিদা বুঝে দাম হাঁকাত সাফিক।

গোয়েন্দারা তার থেকে এই রাজ্য-সহ অন্যান্য রাজ্যের ৩৬টি এই ধরনের জাল বা নকল সরকারি সিল পেয়েছেন। যা দেখে গোয়েন্দারা ধারণা করছেন এটি একটি আন্তঃরাজ্য চক্র। সিআইডির ধারণা বেশ কিছুদিন ধরেই এই চক্রটি সক্রিয় ছিল। কতজন সফিকদের থেকে লাইসেন্স নিয়েছে এবং চক্রে আরও কতজন যুক্ত আছে তা জানতে এদেরকে জেরা করা হবে। শুক্রবার ধৃতদের আদালতে পেশ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *