কোটি টাকা ঢোকার পরই অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে ব্যাঙ্ক , সমস্যায় এই যুবক
হঠাত্ কয়েক কোটি টাকা ঢোকার পরই অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে ব্যাঙ্ক। যার জেরে নিজের জমানো টাকাও তুলতে পারছেন না শান্তনু মণ্ডল নামে এক যুবক। সামনেই তাঁর বাবার শ্রাদ্ধ। ব্যাঙ্কে কোটি টাকা থাকা সত্ত্বেও বাবার শ্রাদ্ধের জন্য লোকের কাছে হাত পাততে হচ্ছে তাঁকে।
পশ্চিম মেদিনীপুরের গড়বেতা থানার চন্দ্রকোনা রোড এলাকায় বাড়ি শান্তনুর।৬ নভেম্বর তাঁর মোবাইলে একটি মেসেজ আসে। সেই মেসেজে বলা হয়, তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্টে ১০ কোটি টাকা জমা পড়েছে। এর কিছুক্ষণ পরেই ‘আরবিআই’ থেকে অপর একটি এসএমএস আসে। সেখানে তাঁর অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়ার কথা জানানো হয়।
স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার দামোদরপুর শাখায় অ্যাকাউন্ট রয়েছে শান্তনুর। অ্যাকাউন্ট বন্ধ হওয়ার পর থেকে পেরিয়ে গিয়েছে বেশ কয়েক দিন। অ্যাকাউন্ট সচল করার জন্য গত কয়েক দিন রোজই ব্যাঙ্কে ধরনা দিয়েছেন শান্তনু। কিন্তু সফল হননি। এর জেরে ওই অ্যাকাউন্টে থাকা নিজের পাঁচ হাজার টাকাও তুলতে পারছেন না বলে জানিয়েছেন তিনি।
এ ব্যাপারে শান্তনু বলেছেন, ”বাবা কয়েক দিন আগে মারা গিয়েছেন। শ্রাদ্ধের জন্য টাকার প্রয়োজন। আমার অ্যাকাউন্টে ৯৯ লক্ষ ৯৯ হাজার ৯৯৯ টাকা ঢুকেছে বলে হঠাত্ মেসেজ এসেছিল ৬ তারিখ। তার পর থেকে অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়েছে। কত দিন অ্যাকাউন্ট বন্ধ রাখা হবে, তাও জানতে পারিনি।
দরকারের সময়ে টাকা তুলতে পারছি না। বাধ্য হয়ে থানায় গিয়েছি।”
বিষয়টি নিয়ে মন্তব্য করতে রাজি হননি এসবিআই-এর ওই শাখার ম্যানেজার অভিষেক টুডু। তিনি জানিয়েছেন, কী কারণে এই ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখা হয়েছে। তদন্ত শুরু হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশও।