ভোটগ্রহণের শেষে কার্জনগেটের সামনে উত্তেজনা
![](https://anandabarta.in/wp-content/uploads/2022/02/IMG_20220227_23165811.jpg)
ভোটগ্রহণের শেষে কার্জনগেটের সামনে উত্তেজনা।রবিবার সন্ধ্যায় কার্জন গেটের সামনে বিক্ষোভে সামিল হয় বামেরা।বাম ছাত্র-যুব ও অন্যান্য গণসংগঠনের প্রতিনিধরা আজকের পুরভোটে গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংস করে ভোট লুঠ করার অভিযোগ তুলে বিক্ষোভ দেখান। এর শেষে রাজ্য নির্বাচন কমিশনের কুশপুতুল পোড়ানো হয়।
![](https://anandabarta.in/wp-content/uploads/2022/02/img_20220227_231707806078065966845321211.jpg)
বিক্ষোভের শেষে দলের নেতা অমল হালদার বলেন; গোটা রাজ্যেই ভোটলুঠ হয়েছে। মানুষকে ভোটদানে বাঁধা দেওয়া হয়েছে। এর প্রতিবাদেই তারা পথে নেমেছেন।এই কর্মসূচি চলাকালীন কিছু উচ্ছৃঙ্খল বাম সমর্থক সাংবাদিকদের উদ্দেশ্যে কটু মন্তব্য করলে উত্তেজনা ছড়ায়। পরে অবশ্য সিনিয়রদের হস্তক্ষেপে উত্তেজনা প্রশমিত হয়।
![](https://anandabarta.in/wp-content/uploads/2022/02/img_20220227_231724193578538563174601861.jpg)