ট্রেনের ধাক্কায় মৃত্যু যুবকের

ট্রেনের ধাক্কায় মৃত্যু হলো এক যুবকের।ঘটনাটি ঘটেছে কাটোয়া আহমদপুর রেল লাইনে লাঘাটা ব্রিজ থেকে কিছুটা দূরে ফুল্লরা তোড়ন সংলগ্ন স্থানে। উল্লেখ্য আজ সকালে সংশ্লিষ্ট লাইনের একমাত্র ট্রেনটি তখন কাটোয়া থেকে আহমদপুর যাচ্ছিল তখনই ঘটেছে ঘটনাটি,তবে এক্ষেত্রে ঠিক কিভাবে ঘটেছে তা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। যদিও অনুমান করা হচ্ছে রেল লাইনের উপর দিয়ে হেঁটে যাচ্ছিলেন ঐ … Read more