চারটি বিধানসভায় জনসভা করলেন অভিষেক

পূর্ব বর্ধমান:- পূর্ব বর্ধমান জেলার চারটি বিধানসভায় জনসভা করলেন অভিষেক।যেমন: কেতুগ্রাম,মঙ্গলকোট,আউশগ্রাম ও ভাতার। কেতু গ্রামের তৃণমূল প্রার্থী শেখ শাহনেওয়াজ,মঙ্গলকোটের প্রার্থী অপূর্ব চৌধুরী,আউশগ্রামের প্রার্থী অভেদানন্দ থান্ডার এবং ভাতারের প্রার্থী মানগোবিন্দ অধিকারীর সমর্থনে জনসভা করলেন রাজ্য যুব সভাপতি ও সাংসদ অভিষেক ব্যানার্জির।কয়েক হাজার কর্মী সমর্থক বিভিন্ন প্রান্ত থেকে নিজ নিজ বিধানসভায়এসেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য শুনতে। অভিষেক বন্দ্যোপাধ্যায় … Read more