ট্রেনে আবারও মিলবে রান্না করা খাবার

ফিরছে প্যান্ট্রি পরিষেবা। ট্রেনে আবারও রান্না করা খাবার (Cooked Meals) মিলবে। রেলওয়ে বোর্ড (Railway board) রান্না করা খাবার পরিবেশনের জন্য ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম কর্পোরেশন বা আইআরসিটিসি (IRCTC)-কে নির্দেশ দিয়েছে।কোভিডের কারণে এতদিন ট্রেনে রান্না করা খাবার দেওয়া হচ্ছিল না যাত্রীদের। রেলওয়ে বোর্ড শুক্রবার একটি চিঠিতে আইআরসিটিসি-কে পরিষেবা পুনরায় চালু করতে বলেছে। রান্না করা খাবার … Read more