গ্রামবাসীদের বাঁচাতে সকাল থেকে পাহারায় বন কর্মীরা , রাতে ধরা পড়লো বাঘ

সুন্দরবনের জঙ্গল ছেড়ে লোকালয় লাগোয়া ধানজমিতে ঢুকে পড়া বাঘকে দেখতে পেয়েছিলেন কয়েকজন গ্রামবাসী। আর তার জেরেই আতঙ্ক ছড়িয়েছিল ভুবনেশ্বরী গ্রাম (Bhubaneswari Gram) পঞ্চায়েতের চারশবিঘের চর এলাকায়। আতঙ্কে সিঁটিয়ে ছিলেন দক্ষিণ ২৪ পরগনার (South 24 Paragana) মৈপীঠ থানা (Maipith) এলাকার ভুবনেশ্বরী গ্রামের বাসিন্দারা। গ্রামবাসীদের বাঁচাতে সকাল থেকেই গ্রামে পাহারায় ছিলেন বনকর্মীরা।মঙ্গলবার বাঘের হানা থেকে গ্রামবাসীদের বাঁচাতে … Read more