রাখি পূর্ণিমা উপলক্ষে নিগামানন্দ আশ্রমে জমজমাট মেলা

ময়নাগুড়ি, শুক্রবার জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি ব্লকের নিগামানন্দ আশ্রমে জমজমাট মেলা প্রতিবছরের মত এ বছরও আশ্রমের তরফ থেকে মেলার আয়োজন করেছে,গত দু’বছর করোনার জন্য মেলা বন্ধ ছিল তবে মন্দিরের ভিতরে পূজো চলেছিল   কিন্তু এবছর করোনা কাটিয়ে উপচে পরা ভিড় প্রায় পাঁচ থেকে সাত হাজার মানুষের সমাগম হয় এই আশ্রম চত্বরে,রাখি পূর্ণিমা মানে ভাই-বোনদের প্রতিবন্ধন উৎসব … Read more