ভ্যাকসিন নিয়ে আবারো উত্তপ্ত পাঁশকুড়া সুপার স্পেশালিস্ট হসপিটাল চত্বর
অনলাইনে ভ্যাকসিনের স্লট বুকিং কারীদের আজ ভ্যাকসিন দেওয়ার কথা ঘোষণা করেছিল পাঁশকুড়া সুপার স্পেশালিস্ট হসপিটাল স্বাস্থ্য দপ্তর। সেই মর্মে স্লট বুকিং কারীরা সকাল থেকে পাঁশকুড়া সুপার স্পেশালিস্ট হসপিটাল চত্বরে লাইনে দাঁড়ান। 200 জন স্লট বুকিং কারীদের ভ্যাকসিন টুকুন দেন স্বাস্থ্যকর্মীরা, এবং ওই 200 জনের ভ্যাক্সিনেশন কমপ্লিট হয়ে যাওয়ার পর , ভোর থেকে দাঁড়িয়ে থাকা স্লট … Read more