ডুরান্ড কাপের প্রতিটি ম্যাচেই পোগবাকে খেলানো হবে
মোহনবাগানে ফ্লোরেন্টিন পোগবা।কোচ হুয়ান ফেরান্দো, অজি সুপারস্টার জেসন কামিন্সের সঙ্গে শুক্রবার মাঝরাতে হাজির।সব বিদেশি এবার চূড়ান্ত মোহনবাগানে। আক্রমণে দিমিত্রি পেত্রাতোসের সঙ্গে নিয়ে আসা হয়েছে জেসন কামিন্স, সাদিকুকে। হুগো বুমোস সামলাবেন মাঝমাঠের দায়িত্ব।রক্ষণে ব্রেন্ডন হ্যামিল। তিরি, কার্ল ম্যাকহিউ, স্লাভকো, ফ্রেডরিকো গ্যালাগোরাকে বাগান থেকে ছেড়ে দেওয়াহয়েছে। আইরিশ তারকা ম্যাকহিউ আচমকা ক্লাবের সঙ্গে গোল্ডেন হ্যান্ডশেক করলেন।বিদেশি ডিফেন্ডারের খোঁজ চালাচ্ছে … Read more