ধর্ষণের অভিযোগ নওশাদ সিদ্দিকির বিরুদ্ধে

ISF’র একমাত্র বিধায়ক নওশাদ সিদ্দিকির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ।৪২দিন আগেই জেল খেটেছেন,এবার উঠল ধর্ষণের অভিযোগ।দক্ষিণ ২৪ পরগনা ভাঙড়ের এই বিধায়কের বিরুদ্ধে এক তরুণী অভিযোগ দায়ের করেছেন।তরুণী অভিযোগ করেন যে,নওশাদ তাঁকে ৫ বিবি.গাঙ্গুলি স্ট্রিটের অফিসে ডেকে তাঁকে ধর্ষণ করেন।কলকাতা পুলিশের কমিশনার,রাজ্য মহিলা কমিশনের চেয়ারপার্সনে লিখিত অভিযোগ দায়ের করেন। Social Media-তেও লিখিত অভিযোগপত্রটির Screenshot ছড়িয়ে দেওয়া হয়। রাজ্য … Read more