২৯ মাসের ব্যবধানে শীতল পানীয় জল প্রকল্পের কাজের দু’বার দুই ভিন্ন খাতে টেন্ডার – দু’বার উদ্বোধন- এও সম্ভব ?
প্রদীপ চট্টোপাধ্যায় বর্ধমান ১৪ এপ্রিল: – ২৯ মাসের ব্যবধানে দু’বার উদ্বোধন হল একই ’শীতল পানীয় জল প্রকল্পের’।প্রথমবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দেওয়া ব্যানার ঝুলিয়ে ঘটা করে হয় উদ্বোধন।আর দ্বিতীয়বার একেবারে চুপিসারে শুধুমাত্র প্রকল্প কাজের দেওয়ালের ফলকে লেখা থাকা অর্থ প্রাপ্তির তথ্য ও উদ্বোধনের তারিখ মুছে দিয়েই হয়ে যায় উদ্বোধন।পূর্ব বর্ধমানের জামালপুর ১ পঞ্চায়েতের এই কীর্তি … Read more