নারিন ছাড়লেন আন্তর্জাতিক ক্রিকেট

সুনীল নারিন ওয়েস্ট ইন্ডিজের তারকা স্পিনার-অলরাউন্ডার সরকারীভাবে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন ।ওয়েস্ট ইন্ডিজ  চলতি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করতে পারেনি।৩৫ বছরের কেকেআর তারকা নারিন দেশের পাট চুকিয়ে ফ্র্য়াঞ্চাইজি ক্রিকেটে খেলবেন  জাঁকিয়ে। ৬টি টেস্ট, ৬৫টি ওয়ানডে ও ৫১টি টি টোয়েন্টি ম্য়াচ খেলেছেন নারিন। যত না খেলেছেন,চুক্তি বিতর্কে ক্যারিবিয়ান বোর্ডের সঙ্গে ঝামেলায় জড়িয়ে আন্তর্জাতিক ক্রিকেটে খেলেননি … Read more

প্রথম ভারতীয় হিসাবে ওয়ার্ল্ড কাপে সব থেকে বেশি উইকেট নিলেন মহম্মদ শামি।

গড়লেন সব থেকে বেশিবার পাঁচ উইকেট নেবার রেকর্ডও।আর ভারতীয় পেস আক্রমণের সামনে আবার অসহায় আত্মসমর্পণ শ্রীলংকার ।এশিয়া কাপ ফাইনালের পুনরাবৃত্তি ।শুরুতেই প্রথম বলে ধাক্কা হানেন জসপ্রিত বুমরা। এবং তারপর সিরাজ তিনটি উইকেট তুলে নেয়। এরপর মহম্মদ শামী এসে শ্রীলংকার স্বপ্নকে ভেঙ্গে তছনছ করে দেয়। একটি উইকেট নেয় রবীন্দ্র জাদেজা। ৩০২ রানের বিশাল ব্যবধানে জিতে সেমিফাইনাল … Read more