দামোদরের চড়ে হটাৎই নামলো দুটি হেলিকপ্টার , অবাক বাসিন্দারা
দামোদর নদের চরে নামছে দু’টি হেলিকপ্টার। আকাশযান থেকে নদীর তীরে নামছেন কয়েক জন। কিছু ক্ষণ পর আবার তাঁরা রওনা দিচ্ছেন আকাশপথে। দু’দিন এমন ঘটনার সাক্ষী পূর্ব বর্ধমানের গলসির দাদপুর গ্রামের বাসিন্দারা। আর তাতে তাঁরা তাজ্জব। নদীর তীরে কপ্টার নামতে দেখে অনেকেই কারণ জানতে উত্সুক।পুলিশ অবশ্য বিষয়টিকে ‘সাধারণ ঘটনা’ হিসাবেই দেখছে। দামোদর নদের চরে প্রথম বার … Read more