ফের মোদী সরকারের সি এ এ নিয়ে এবার মুখ খুললো দিলীপ ঘোষ
পূর্ব বর্ধমান :- ফের মোদী সরকারের সি এ এ নিয়ে এবার মুখ খুললো বিজেপি কেন্দ্রীয় সহ সভাপতি দিলীপ ঘোষ। দিলীপ ঘোষ বলেন মোদীজি সি এ পাশ করিয়েছেন, মোদী আইন তৈরী করেছেন, মোদীই তাদের নাগরিকত্ব দেবেন।পাশাপাশি স্কুল কলেজ খোলার বিষয়ে তিনি বলেন দেশের সমস্ত যায়গায় স্কুল খুলেগেছে,আমাদের এখানে এখনো স্কুল কলেজ খুলছে না। বাচ্ছারা পড়াশোনা ভুলেগেছে,বানান … Read more