মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত ৫

বর্ধমান-বোলপুর জাতীয় সড়কে যাত্রীবোঝাই টোটোতে ডাম্পারের ধাক্কায় মৃত্যু হল পাঁচজনের। এই পাঁচজনের মধ্যে চারজনই একই পরিবারের সদস্য। মৃত অপর ব্যক্তি টোটোচালক বলে খবর। তবে এই দুর্ঘটনার পর পলাতক ডাম্পারের চালক ও খালাসি। ঘাতক ডাম্পারটিকে আটক করা হয়েছে। সূত্রে খবর, মৃতদের নাম গঙ্গা সাঁতরা, সরস্বতী সাঁতরা, সীমা সাঁতরা, মামণি সাঁতরা। এরা একই পরিবারের সদস্য। আর মৃত্যু … Read more