বর্ধমানে টোটোচালকের উপর অস্ত্র নিয়ে আক্রমণ চালাল তিনজন নেশাগ্রস্ত যুবক

দিনেদুপুরে বর্ধমান শহরের কেন্দ্রস্থলে টোটোচালকের উপর অস্ত্র নিয়ে আক্রমণ চালাল তিনজন নেশাগ্রস্ত যুবক। এই ঘটনায় চাঞ্চল্য দেখা দিয়েছে বর্ধমান শহরে। টোটোচালক থানায় অভিযোগ জানিয়েছেন। আক্রান্ত টোটোচালক পার্থ ঘোষ জানিয়েছেন ; তিনি বর্ধমান হাসপাতাল থেকে খালি গাড়িসহ আসছিলেন তেলিপুকুরের দিকে। হঠাৎই বড়বাজার মোড়ের কাছে এক অপ্রকৃতিস্থ যুবক ও আরো একজন তার টোটোয় উঠে পড়ে। সে টলে … Read more