কেন একক সংখ্যাগরিষ্ঠতা পেল না বিজেপি
Anandabarta – ৬৩টি জেতা আসন হাতছাড়া করেছে এবারের লোকসভায় বিজেপি।৪০০ আসনের লক্ষ্য নিয়ে ময়দানে নামলেও ২৪০ আসনেই থেমে গিয়েছে বিজেপি।সংখ্যাগরিষ্ঠতা পায়নি,এনডিএ শরিকদের সমর্থন নিয়ে প্রধানমন্ত্রী হয়েছেন নরেন্দ্র মোদী।2024 এ ৬৩টি জেতা আসন তাঁরা হাতছাড়া করেছে। উত্তরপ্রদেশ, হরিয়ানা, কর্নাটক, মণিপুর, রাজস্থান ও পশ্চিমবঙ্গের ফল সবচেয়ে শোচনীয়।তেলেঙ্গানা, কেরল, তামিলনাড়ু, পাঞ্জাব ও অন্ধ্রপ্রদেশের ফল অত্যন্ত স্বস্তিজনক। বিজেপির এই … Read more