ডাম্পার ড্রাইভার ও খালাসি কে বেধড়ক মারধর করার অভিযোগ পুলিশের বিরুদ্ধে

ডাম্পার ড্রাইভার ও খালাসি কে বেধড়ক মারধর করার অভিযোগ উঠলো ইলামবাজার থানার পুলিশের বিরুদ্ধে।। আহত খালাসি কলকাতার পিজি হাসপাতালে চিকিৎসাধিন।। ঘটনার প্রতিবাদে সিউড়ি – বোলপুর রাস্তায় পাড়ুই এ অবরোধ করে বিক্ষোভ এলাকাবাসির।। ঘটনাস্থলে পুলিশ।।অভিযোগ, বীরভূমে ইলামাজার চেক পোস্টের কাছে দিপু নামে এক ডাক মাস্টার ডাক চালায়।। বিভিন্ন গাড়ি থেকে টাকা পয়সা তোলে। সেখানে টাকা না … Read more