কেন্দ্র – রাজ্যের যৌথ উদ্যোগে বৃদ্ধাশ্রম তৈরি

অসহায় বৃদ্ধ-বৃদ্ধাদের সাহাযার্থে এবার এগিয়ে এল কেন্দ্র ও রাজ্য উভয় সরকারই। কেন্দ্র-রাজ্য যৌথ উদ্যোগে এই রাজ্যে তৈরি হচ্ছে বৃদ্ধাশ্রম। মুর্শিদাবাদে জাতীয় সড়কের পাশে ৩৫ বিঘা জমির ওপর তৈরি হবে এই বৃদ্ধাশ্রম।
প্রশাসন সূত্রে খবর, রাজ্য সরকারের সঙ্গে যৌথ উদ্যোগে ৭৫ শয্যাবিশিষ্ট এই বৃদ্ধাশ্রম তৈরির পরিকল্পনা করেছে কেন্দ্রীয় সরকারের মানব কল্যাণ মন্ত্রক।জানা গিয়েছে, মুর্শিদাবাদের নবগ্রামে পলশণ্ডা মোড় লাগোয়া খয়রাগাছিতে সম্পূর্ণ গ্রামীণ পরিবেশে এই বৃদ্ধাশ্রম গড়ে তোলা হবে।

যেখানে এই বৃদ্ধাশ্রমটি গড়ে তোলা হবে, তার ঠিক পাশেই কলকাতা থেকে শিলিগুড়ি যোগাযোগরক্ষাকারী ৩৪ নম্বর জাতীয় সড়ক রয়েছে। এই প্রকল্প তৈরির জন্য কেন্দ্রীয় সরকার ৯০ শতাংশ অর্থ ব্যয় করবে। যে সংস্থাকে এই বৃদ্ধাশ্রমটি চালানোর জন্য মনোনীত করা হবে, তাঁকে দিতে হবে ১০ শতাংশ অর্থ। স্থানীয় বিধায়ক কানাই মণ্ডল জানান, স্থানীয় পঞ্চায়েত সমিতি বৃদ্ধাশ্রমটি চালানোর জন্য ইচ্ছা প্রকাশ করেছে। তিনি জানান, যদি কোনও বৃদ্ধ-বৃদ্ধা তাঁদের ইচ্ছেমতো ব্যবসা করতে আগ্রহ দেখান, তাঁকে সবরকম সহযোগিতা করা হবে।

এই পরিকল্পনার সঙ্গে যুক্ত সরকারি এক আধিকারিক জানান, ‘‌প্রাথমিকভাবে ৭৫ শয্যাবিশিষ্ট বৃদ্ধাশ্রম তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হলেও পরবর্তীকালে ১৫০ শয্যাবিশিষ্ট বৃদ্ধাশ্রম তৈরি হবে।’‌ কেন্দ্র ও রাজ্য সরকারের যৌথ এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন এলাকার বিধায়ক কানাই মণ্ডল। তিনি জানান, বিনা পয়সায় সরকারি সুবিধায় থাকা খাওয়ার সুযোগ পাবেন বৃদ্ধ ও বৃদ্ধারা। খুবই ভালো উদ্যোগ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *