বর্ধমানে বর্ষবরণ উপলক্ষে রুটিন তল্লাশি
আজ বর্ষশেষ কাল বর্ষবরণ এই সময় শহর বর্ধমানের নিরাপত্তা ব্যবস্থায় যাতে কোনো ফাঁক না থাকে সে কারণে সতর্ক পূর্ব বর্ধমান জেলা পুলিশ। আজ ডিএসপি হেডকোয়ার্টার অতনু ঘোষালের নেতৃত্বে বর্ধমান থানার পুলিশ শহরের কেন্দ্রস্থল কার্জন গেট চত্তর, পার্কিং প্লট ও সংলগ্ন একটি শপিং মলে পুলিশ কুকুর নিয়ে এসে তল্লাশি চালালো।
এদিন মেটাল ডিটেক্টর এর মাধ্যমে শহরের কেন্দ্রস্থলে প্রতিটি স্থানে তল্লাশি চালালেন জেলা পুলিশের বম স্কোয়াডের অফিসাররা। এ প্রসঙ্গে জেলা পুলিস আধিকারিকের বক্তব্য নতুন বছরে প্রাক্কালে শহরের কোথাও যাতে নিরাপত্তার কোন খামতি না থাকে সেই জন্যেই এই রুটিন তল্লাশি।