ভাল যাচ্ছে না রোনাল্ডোর সময়টা
আমি রোনাল্ডোর পিছনে ১৭৮৫ কোটি টাকা খরচ করেছি।কার উদ্দেশে এই কথা তিনি বলেছেন সেটা অবশ্য দেখা যায়নি ভিডিয়োতে।
রোনাল্ডোর উপর খাপ্পা দলের মালিক।সৌদি সুপার কাপে আল ইত্তিহাদের কাছে হেরেছেন রোনাল্ডোরা।ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সময়টা ভাল যাচ্ছে না।দেশের জার্সি পরে এ বার ক্লাবের জার্সিতেও সমালোচনা হচ্ছে তাঁর।একটি ভিডিয়োতে রোনাল্ডোর বিরুদ্ধে নিজের ক্ষোভ জানিয়েছেন দলের মালিক। সেখানে তাঁকে বলতে শোনা গিয়েছে, ”এখান থেকে বেরিয়ে যাও। আমি রোনাল্ডোর পিছনে ১৭৮৫ কোটি টাকা খরচ করেছি।কার উদ্দেশে এই কথা তিনি বলেছেন সেটা অবশ্য দেখা যায়নি ভিডিয়োতে।
সৌদি আরবের ক্লাবের হয়ে খেললেও লিয়োনেল মেসির নামে জয়ধ্বনি শুনতে হয়েছে রোনাল্ডোকে।আল নাসেরের বিরুদ্ধে প্রথমার্ধের বিরতির ঠিক আগে গোল করেন আল ইত্তিহাদের আব্দেরাজ্জাক হামদাল্লা। তার পরেই দেখা যায়, মেসির কায়দায় উল্লাস করছেন তিনি।