বর্ধমান রাজনীতি দেশ-বিদেশ দক্ষিণবঙ্গ ক্রাইম স্বাস্থ্য ধর্ম লাইফ-স্টাইল স্বাস্থ্য প্রযুক্তি চাকরি কৃষি-কাজ রেসিপি ক্রিকেট ফুটবল
---Advertisement---

বিধায়কের উদ্যোগে দশ টাকায় পেটপুরে ভাত

Published on: May 15, 2022
---Advertisement---

Join WhatsApp

Join Now

বর্ধমান শহরের বিশিষ্ট সমাজসেবী ও উন্নয়নের কান্ডারী এবং বর্তমানে বিধায়ক। হ্যাঁ যিনি বিধায়কের পূর্বে সদা সর্বদাই সব সময় মানুষের সেবায় নিয়োজিত ছিলেন এই মানুষটি তিনি হলেন খোকন দাস। কার্যতঃ তাঁর দুর্দান্ত কাজের নিরিখে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখরিত হয়ে বিধায়কের টিকিট দিয়ে নির্বাচিত করান খোকন দাসকে।

 

সম্প্রতি সময়ে প্রতি বছরে সর্বধর্ম নির্বিশেষে অসহায় বাবা মায়ের কথা ভেবে ১০১ জোড়া বিবাহ দেন কঙ্কালেশ্বরী কালী মন্দির প্রাঙ্গণে। এর পাশাপাশি এক একর জমির উপর বিলাসবহুল বৃদ্ধাশ্রম তৈরি করেছেন। তাই বর্ধমানের মানুষ বিধায়ক খোকন দাসের নাম রেখেছেন উন্নয়নের কান্ডারী।মূলত 2021 সালের বিধানসভায় জয়ী হয়ে তাঁর লক্ষ্য ছিল আরো বেশি করে মানুষের সঙ্গে থেকে কাজ করবেন,তারই আজ প্রতিফলন হলো দশ টাকায় পেট ভরে ভাত খাওয়াবেন তারই আজ শুভ উদ্বোধন হল কঙ্কালেশ্বরী কালী মন্দির প্রাঙ্গণে। প্রথমে মন্দিরে পূজা অর্চনা তারপর মাকে ভোগ দিয়ে অনুষ্ঠান শুরু হয়।

 

মহতী এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, পূর্ব বর্ধমান জেলার জেলা শাসক প্রিয়াঙ্কা সিংলা,জেলা পরিষদের সভাধিপতি শম্পা ধারা, মেন্টর উজ্জ্বল প্রামানিক ,বর্ধমান পৌরসভার পৌরপতি পরেশ চন্দ্র সরকার,বর্ধমানের বিভিন্ন আশ্রমের স্বামীজী  মহারাজ সহ একাধিক জ্ঞানীগুনী ব্যক্তিরা।কার্যতঃ দশ টাকায় পেট পুরে ভাত খাওয়া নিয়ে প্রতিদিন সময় মাফিক কুপন সংগ্রহ করতে হবে,জানাযায় কুপনের নির্ধারিত সময় মত কুপনের পরিমাপ দেখে রান্নার ব্যবস্থা থাকবে, তবে প্রতিদিনই ৩০০ মানুষের খাবার আয়োজন থাকবে। বিধায়ক খোকন দাসের এহন উদ্যোগে খুশি বর্ধমানবাসী।

Join Telegram

Join Now