আপাতত বাড়িতেই বিশ্রামে,সুস্থ হতে কতদিন?
বাঁ পায়ের লিগামেন্টে ছাড়াও কোমরেও চোট
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপাতত বাড়িতেই বিশ্রামে রয়েছেন।জলপাইগুড়ির ক্রান্তির প্রচার সেরে কপ্টারে ফেরার পথে কপ্টার থেকে নামতে গিয়ে চোট পেয়েছিলেন তিনি।আপাতত বাড়িতেই বিশ্রামে রয়েছেন তৃণমূল সুপ্রিমো।বাড়িতে তাঁর ফিজিওথেরাপি চলছে।বুধবার প্রায় ঘণ্টা দু’য়েক বাড়িতে ফিজিওথেরাপি হয়।যাবতীয় কাজ সারছেন তৃণমূল সুপ্রিমো আপাতত বাড়ি বসেই।
আবহাওয়া খারাপ হওয়ায় সেবকে জরুরি অবতরণ করানো হয় তাঁর কপ্টারের।সেখানেই নামতে গিয়ে সম্ভবত পায়ে চোট পেয়েছেন মুখ্যমন্ত্রী।এসএসকেএমে তাঁর চিকিত্সা হয়,আাপতত বাড়িতে বিশ্রামে।বিশেষজ্ঞ চিকিত্সদের দল ও ফিজিওথেরাপিস্ট তাঁর বাড়িতে গিয়েছিলেন।মুখ্যমন্ত্রীর শারীরিক পরিস্থিতি খুঁটিয়ে পরীক্ষা করেছেন তাঁরা।বাঁ পায়ের লিগামেন্টে ছাড়াও কোমরেও চোট লেগেছে।হাঁটা চলা করলে ব্যথা লাগছে।বেশ কয়েকদিন সময় লাগতে পারে পুরোপুরি সুস্থ হতে।