আগামী 14 জুন পর্যন্ত বিনামূল্যে আধার কার্ডের তথ্য আপডেটের সুযোগ

১০০০ টাকার জরিমানা প্রত্যাহারের আবেদনও জানিয়েছেন লোকসভায় কংগ্রেসের দলনেতা।

৩১ মার্চের মধ্যে প্যান আধার লিঙ্ক সংযুক্তিকরণ করতেই হবে বলে নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় সরকারের রাজস্ব দফতর।না হলে প্যান নম্বরই অকেজো হয়ে যাবে।সংযুক্তিকরণ করতে গেলেও ১০০০ টাকা জরিমানা দিতে হচ্ছে।সাধারণ মানুষের সুবিধার কথা মাথায় রেখে সময়সীমা আরও ছ’ মাস বৃদ্ধি করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখলেন কংগ্রেস সাংসদ অধীর রঞ্জন চৌধুরী।১০০০ টাকার জরিমানা প্রত্যাহারের আবেদনও জানিয়েছেন লোকসভায় কংগ্রেসের দলনেতা।

প্রধানমন্ত্রীকে চিঠিতে লিখলেন একটা বড় অংশের মানুষ প্রত্যন্ত এলাকায় বসবাস করেন, ঠিকমতো ইন্টারনেট সংযোগও পাওয়া যায় না। কিছু অসাধু দালাল অতিরিক্ত টাকা আদায় করছে প্যান আধার সংযুক্তিকরণ করে দেওয়ার নামে। প্যান আধার সংযুক্তিকরণ করার জন্য পোস্ট অফিসগুলিকে নির্দেশ দিতেও প্রধানমন্ত্রীকে অনুরোধ করেছেন অধীর।

প্যান নম্বর অকেজো হয়ে গেলে দুর্দশার মধ্যেও পড়তে হবে অসংখ্য মানুষকে।পোস্ট অফিসগুলি থেকে যাতে বিনামূল্যে প্যান আধার সংযুক্তিকরণের ব্যবস্থা করা হয়, সেই নির্দেশ দেওয়ার জন্যও প্রধানমন্ত্রীকে অনুরোধ করেছেন অধীর।

সময়সীমা বাড়ল। মেয়াদ বেড়ে হয়েছে ১৪ জুন। অর্থাত্‍ আগামী ১৪ জুন পর্যন্ত বিনামূল্যে আধার কার্ডের তথ্য আপডেটের সুযোগ পাওয়া যাবে। সম্প্রতি এমনটাই জানিয়েছে ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI)।

সাধারণত আধার কার্ডের বিবরণ আপডেটের জন্য ৫০ টাকা ফি প্রয়োজন হয়। তবে আগামী তিনমাস বিনামূল্যে আধার কার্ডের তথ্য আপডেট করা যাবে। UIDAI- এর অফশিয়াল ওয়েবসাইটে এই আপডেট করা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *