আবহাওয়া আইপিএল-2025 টাকা পয়সা পশ্চিমবঙ্গ ভারত ব্যবসা চাকরি রাশিফল স্বাস্থ্য প্রযুক্তি লাইফস্টাইল শেয়ার বাজার মিউচুয়াল ফান্ড আধ্যাত্মিক অন্যান্য
---Advertisement---

বেহালা পশ্চিমে গণভোট, ৩০ জন চাইলেন পার্থই বিধায়ক থাকুন

Published on: April 30, 2023
---Advertisement---

Join WhatsApp

Join Now

দোষী সাব্যস্ত নন তাই এখনও তিনি বিধায়ক।জুলাই থেকে সার্টিফিকেট চাইতে গেলেও লোকে পাচ্ছেন না বিধায়ক-অফিসে।রবিবাসরীয় সকালে গণভোট হল।’আপনি কি বিধায়ক পদ থেকে পার্থ চট্টোপাধ্যায়ের পদত্যাগ চান?’ভোটাভুটিতে প্রশ্ন ছিল। ভোটের ফলাফল ঘোষণার পর ৩০ জন চাইছেন পার্থ চট্টোপাধ্যায় এখনও বিধায়ক থাকুন।৪৬১ জন গণভোট দিয়েছেন।৫ টি ভোট বাতিল হয়েছে। ৪২৬ বলেছেন, পার্থ চট্টোপাধ্যায় ইস্তফা দিন।সাড়ে ৯৩ শতাংশ ভোট পড়েছে তাঁর বিরুদ্ধে।গণভোট একটা রাজনৈতিক কৌশল।

রবিবার বেহালা পশ্চিমে এই গণভোটের আয়োজন করেছিল সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফআই। তাঁরা অবশ্য দাবি করেছেন, এই ভোটাভুটি যথাসম্ভব পক্ষপাতমুক্ত রাখার চেষ্টা হয়েছে।প্রিসাইডিং অফিসার ছিলেন একজন সাংবাদিক ও এক বিমা সংস্থার আধিকারিক। জানিয়েছেন ডিওয়াইএফআই-এর নেতা কৃষ্ণাদিত্য চক্রবর্তী।সিপিএমের তরুণ নেতা কৌস্তভ চট্টোপাধায় জোর টক্করে ফেলে দিয়েছিলেন ২০১৬ সালের ভোটে বেহালা পশ্চিমে তাঁকে। সিপিএম কর্মসূচি ‘জেলে গেল এমএলএ’ পথনাটিকা হচ্ছে পার্থর কেন্দ্রের পাড়ায় পাড়ায়।এখন দেখার এই করে পার্থর বিধানসভা এলাকায় সিপিএমের লাভের লাভ কিছু হয় কি না।

Join Telegram

Join Now