রাত পোহালেই রথযাত্রা
ইসকন পরিচালিত ধূপগুড়ির রথযাত্রা এবার ১১ তম বর্ষে পড়লো।
ইসকন পরিচালিত ধূপগুড়ির রথযাত্রা এবার ১১ তম বর্ষে পড়লো। সোমবার বিকেলে ধূপগুড়ির ইসকনের জগন্নাথ মন্দিরে গিয়ে দেখা গেল রথযাত্রা উপলক্ষে সম্পূর্ণ প্রস্তুতি সম্পন্ন। রথযাত্রা উপলক্ষে নয়দিন ব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
প্রতিদিন বিকেলে মন্দির চত্বরে ভজন, কীর্তন, প্রবচন, দীপদান, নৃত্যানুষ্ঠান, নাট্যানুষ্ঠান হবে। দেশ বিদেশের ভক্তরাও এই রথযাত্রা উৎসবে যোগ দেবেন বলে জানা গেছে। বুধবারের দিন রাশিয়া,অষ্ট্রেলিয়া, থাইল্যান্ডের কিছু ভক্ত সারাদিন ব্যাপী অনুষ্ঠান করবেন।
এবারের রথ মন্দির চত্বর থেকে বেরিয়ে গোটা ধূপগুড়ি শহর ঘুরে মন্দিরে ফিরে আসবে। সাতদিন এখানেই থাকবে। এবারেও রথযাত্রা উপলক্ষে মানুষের ঢল নামবে বলে জানান জগন্নাথ মন্দিরের তত্ত্বাবধায়ক।