সেফ ড্রাইভ সেভ লাইফের প্রচারে রেলি

পথ নিরাপত্তা সুনিশ্চিত করতে আজ পূর্ব বর্ধমান জেলা পুলিশ এবং সেহারাবাজার ট্রাফিক গার্ড এর যৌথ উদ্যোগে সেফ ড্রাইভ সেভ লাইফের প্রচার রেলী করা হল।এই সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি পালন করা হয় সগড়াই বাজার থেকে বাঁকুড়া মোড় পর্যন্ত। প্রসঙ্গত উল্লেখ্য, রাজ্যে পথ দুর্ঘটনার পরিমাণ কমাতে ২০১৬ সালে সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি চালু করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ হেলমেটবিহীন মোটরবাইক চালকদের দাঁড় করিয়ে হেলমেট পড়ার জন্য অনুরোধ করেন পুলিশকর্মীরা।

সিটবেল্ট না পরে গাড়ি চালাচ্ছেন এমন ব্যক্তিদের সচেতন করা হয় আজকের এই সেফ ড্রাইভ সেভ লাইফ কর্মসূচি থেকে। এভাবে মানুষের মধ্যে পথ নিরাপত্তা সংক্রান্ত সচেতনতা ছড়াতে পারলেই এড়ানো যাবে দুর্ঘটনা। একমাত্র জনসচেতনতাই পারে পথ দূর্ঘটনা রুখে দিতে। আজকের এই রেলিতে উপস্থিত ছিলেন সিআইসি রজত কান্তি পাল, রায়না থানার ওসি পুলক মণ্ডল, সেহারাবাজার ফাঁড়ির আইসি রাজেশ মাহাতো, খণ্ডঘোষ থানার সেকেন্ড অফিসার সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *