কয়লার ভান্ডারে টান, বিদ্যুৎ বিভ্রাটের আশঙ্কা দেশে

কয়লা সংকটের জেরে এবার বিদ্যুৎ বিভ্রাটে ভুক্তভোগী দেশের বেশ কিছু অংশ।পঞ্জাব, উত্তরপ্রদেশ, হরিয়ানা, রাজস্থান, মধ্যপ্রদেশ এবং অন্ধ্রপ্রদেশ সহ বেশ কিছু রাজ্য বৃহস্পতিবার এবং শুক্রবার বিদ্যুৎ বিভ্রাটের শিকার হয়েছে বলে জানা গিয়েছে

কয়লা সংকটের জেরে এবার বিদ্যুৎ বিভ্রাটে ভুক্তভোগী দেশের বেশ কিছু অংশ।পঞ্জাব, উত্তরপ্রদেশ, হরিয়ানা, রাজস্থান, মধ্যপ্রদেশ এবং অন্ধ্রপ্রদেশ সহ বেশ কিছু রাজ্য বৃহস্পতিবার এবং শুক্রবার বিদ্যুৎ বিভ্রাটের শিকার হয়েছে বলে জানা গিয়েছে। টানা ৮ থেকে ১০ ঘণ্টা ধরে এই রাজ্যগুলিতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল বলে জানা গিয়েছে। বেশির ভাগ ক্ষেত্রেই এই বিদ্যুৎ বিভ্রাটের শিকার হয়েছে ছোট শহর এবং গ্রামীণ এলাকাগুলি।

 

সরকারি তথ্য অনুযায়ী জানা যাচ্ছে, দেশের ১৬৫টি চালু তাপবিদ্যুৎ কেন্দ্রের মধ্যে ১০০টিতে উল্লেখযোগ্য ভাবে কমে যাচ্ছে মজুত করা কয়লার পরিমাণ। এই পরিস্থিতি আরো ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা কেন্দ্রের। অর্থের অভাবে সঠিক সময়ে কয়লা কিনতে ব্যর্থ হয়েছে অনেক সংস্থা। আবার অনেক সংস্থা সঠিক সময়ে চাহিদার কথা না জানানোয় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলেও জানা গিয়েছে। এছাড়াও দেশজুড়ে প্রচন্ড গরম পড়ার কারণে বিদ্যুতের ব্যবহার বৃদ্ধি পেয়েছে।

 

কোভিড পরবর্তী আবহে দেশের অর্থনীতির বেহাল দশার পরিবর্তন ঘটাতে বিদ্যুতের চাহিদা অনেকাংশে বৃদ্ধি পেয়েছে বলে জানা গিয়েছে। খনি থেকে তাপবিদ্যুৎ কেন্দ্রে কয়লা বহনের জন্য ব্যবহৃত মালগাড়ির অভাবের কারণেও এই জটিলতা বেড়েছে বলে মনে করা হচ্ছে। ইতিমধ্যেই কেন্দ্রের পক্ষ থেকে, কয়লা সরবরাহ স্বাভাবিক করতে যাত্রিবাহী দূরপাল্লার ট্রেনের সংখ্যা কমিয়ে মালগাড়ির সংখ্যা বাড়ানো হচ্ছে। ৭৫৩টি যাত্রিবাহী রেল কর্তৃপক্ষ ট্রেন সাময়িক ভাবে বাতিল করতে চাইছে।

 

রেল মন্ত্রকের একটি সূত্রের দাবি, এরই মধ্যে বিভাগীয় বিজ্ঞপ্তি জারি হয়েছ। সেখানে জানানো হয়েছে যে, বিদ্যুৎ পরিস্থিতি স্বাভাবিক হলে আবার এই ট্রেনগুলি ফিরিয়ে আনা হবে। আগামী ২৪ মে পর্যন্ত দৈনিক গড়ে ১৬টি করে মেল, এক্সপ্রেস এবং প্যাসেঞ্জার ট্রেনের যাত্রা বাতিল করা হচ্ছে বলে জানিয়েছে ভারতীয় রেল। কয়লা সরবরাহকারী মালগাড়ি চলাচলকে অগ্রাধিকার দিতেই এই সিদ্ধান্ত। প্রসঙ্গত, দিনের পর দিন যেভাবে কয়লার ঘাটতি দেখা দিচ্ছে তাতে করে রাজধানীর হাসপাতাল এবং মেট্রোতে বিদ্যুৎ সরবরাহে সমস্যা দেখা দেবে বলে আগে আশঙ্কা প্রকাশ করেছেন কেজরিওয়াল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *