বর্ধমান রাজনীতি দেশ-বিদেশ দক্ষিণবঙ্গ ক্রাইম স্বাস্থ্য ধর্ম লাইফ-স্টাইল স্বাস্থ্য প্রযুক্তি চাকরি কৃষি-কাজ রেসিপি ক্রিকেট ফুটবল
---Advertisement---

ক্ষিন্নি মায়ের বিসর্জনে শোভাযাত্রা

Published on: October 29, 2022
---Advertisement---

Join WhatsApp

Join Now

পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমান এ কালীপূজা উপলক্ষে দুটি মন্দিরে মায়ের নিরঞ্জনের শোভাযাত্রা হয় দেখার মত। গতকাল মা ফৌজদারীর ঐতিহাসিক শোভাযাত্রার পর আজ মা খিন্নী মায়ের ঐতিহাসিক শোভাযাত্রা বের হয়েছে। যা দেখার জন্য খোসবাগান থেকে জি টি রোড হয়ে বিসি রোডে রাস্তার দু ধারে মানুষ অপেক্ষা করছে ।প্রত্যেক বছরই ফৌজদারির বিসর্জনের পরের দিন ক্ষিন্নি মায়ের বিসর্জন হয়।

আজ ক্ষিন্নি মায়ের বিসর্জনে শোভাযাত্রার উদ্বোধন করলেন বর্ধমান দক্ষিণের বিধায়ক খোকন দাস। এছাড়া উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী আব্দুল রব,ডঃ আবির গুহ,নাড়ু ভগৎ সহ বেশ কিছু ওয়ার্ডের কাউন্সিলর বৃন্দ। প্রত্যেক বছরই ফৌজদারী মায়ের শোভাযাত্রা এবং ক্ষিন্নি মায়ের শোভাযাত্রা একে অপরকে টেক্কা দেওয়ার লড়াইয়ে মেতে ওঠে। আজও বহু মানুষ এই শোভাযাত্রায় পা মিলিয়েছেন ।বিধায়ক খোকন দাস খোশবাগান মায়ের মন্দির থেকে কার্জন গেট পর্যন্ত শোভাযাত্রাতে পা মেলালেন।

Join Telegram

Join Now