বর্ধমান রাজনীতি দেশ-বিদেশ দক্ষিণবঙ্গ ক্রাইম স্বাস্থ্য ধর্ম লাইফ-স্টাইল স্বাস্থ্য প্রযুক্তি চাকরি কৃষি-কাজ রেসিপি ক্রিকেট ফুটবল
---Advertisement---

বর্ধমান জেলা পুলিশ ও সদর থানার সহযোগিতায় মানুষকে সচেতন

Published on: December 31, 2021
---Advertisement---

Join WhatsApp

Join Now

পুলিশ , সাংবাদিক , আইনজীবী , স্বাস্থ্যকর্মী, প্রতিটি মানুষকেই সচেতন করলো পুলিশ । ছাড় নেই কারো । আবারো সংক্রমণ বেড়ে চলেছে । রাজ্যে নিষিদ্ধ হয়েছে ব্রিটেন গামি বিমান, রাজ্য সরকার আবারো মানুষকে সচেতনতা করায় নেমে পড়েছে ময়দানে । পাশাপাশি আলোচনা করছে আগামী দিনে সংক্রমণ রুখতে কি কি পদক্ষেপ নেয়া যেতে পারে। সেই পদক্ষেপে প্রথম ধাপ হিসেবে রাজ্যের অন্যান্য জায়গার মতো বর্ধমানের মানুষকেউ সচেতন করা হচ্ছে এবং নিজের হাতে মাক্স পরিয়ে দেয়া হচ্ছে ।

যদিও 95% মানুষ সচেতন থাকলেও কিছু অংশের মানুষ সচেতন নেই তাদেরকে সচেতন করতেই ময়দানে প্রশাসন । ছাড় নেই পুলিশ সাংবাদিক আইনজীবী দেরও । রোগ মানুষ দেখে বিচার করে না যে কারণে হতে পারে সেই কারণে প্রতিটি মানুষকে সচেতন থাকতে হবে এই বার্তা দিচ্ছে প্রশাসন এবং সচেতন করছে । বর্ধমান জেলা পুলিশ ও বর্ধমান সদর থানার সহযোগিতায় এই কর্মসূচি করা হলো পার্কাস রোড মোড় এলাকায়। উপস্থিত ছিলেন বর্ধমান থানার আইসি চক্রবর্তী, ও অন্যান্য পুলিশ আধিকারিকগন ।

Join Telegram

Join Now