কংগ্রেস পূর্ব বর্ধমান জেলা কমেটির আহবানে প্রতিবাদ সভার আয়োজন
সারা ভারত অসংগঠিত শ্রমীক এবং কর্মচারী কংগ্রেস পূর্ব বর্ধমান জেলা কমেটির আহবানে প্রতিবাদ সভা
সারা ভারত অসংগঠিত শ্রমীক এবং কর্মচারী কংগ্রেস পূর্ব বর্ধমান জেলা কমেটির আহবানে মঙ্গলবার বর্ধমানের কার্জনগেটে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয়।
মূলত পঞ্চায়েত নির্বাচন ও পরবর্তী সময়ে শাসক দলের নেতৃত্বে লাগাতার হিংসা এবং মনিপুরের ভয়ঙ্কর জাতিদাঙ্গা প্রসঙ্গে অপদার্থ কেন্দ্র সরকারের নীরবতার বিরুদ্ধে সমস্ত মানুষ
গর্জে উঠুন এই শ্লোগানকে সামনে রেখেই এদিনের এই প্রতিবাদ সভা বৃষ্টি মাথায় নিয়েই এদিনের এই প্রতিবাদ সভার আয়োজন করেন তারা।