একের পর এক জনকল্যাণমূলক কাজ

একের পর এক জনকল্যাণমূলক কাজ করে চলেছে জামালপুরের স্বেচ্ছাসেবী সংগঠন জামালপুর নাগরিক জনকল্যাণ সোসাইটি।

একের পর এক জনকল্যাণমূলক কাজ করে চলেছে জামালপুরের স্বেচ্ছাসেবী সংগঠন জামালপুর নাগরিক জনকল্যাণ সোসাইটি। কিছুদিন আগেই তাঁরা প্রায় ৩০০০ মানুষকে নিয়ে ইফতার পার্টি করেছিলেন। আজ তাঁরা ঈদের প্রাক্কালে জনসচেতনতায় সেফ ড্রাইভ ও সেভ লাইফকে সামনে রেখে পুলিশের হাতে ২০ টি গার্ড রেল ও পুলিশের ব্যবহারের জন্য ১৫ টি হেলমেট তুলে দেন এবং পথ চলতি বাইক আরোহীদের যাদের মাথায় হেলমেট নাই তাদের প্রায় শতাধিক মানুষের মাথায় হেলমেট পরিয়ে দিয়ে সচেতন করেন।

তাঁদের আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলার পুলিশ সুপার কামনাসিশ সেন, বিধায়ক অলোক কুমার মাঝি,এস ডি পি ও সুপ্রভাত চক্রবর্তী, জামালপুরের বিডিও শুভঙ্কর মজুমদার, জামালপুর থানার অফিসার ইনচার্জ রাকেশ সিং, সংস্থার সভাপতি মেহেমুদ খান, কোষাধক্ষ্য ভূতনাথ মালিক সহ অন্যান্যরা। পুলিশ সুপারের হাতে গার্ড রেল ও হেলমেট তুলে দেওয়া হয়। পুলিশ সুপার পথ চলতি মানুষকে হেলমেট পরিয়ে সচেতন করেন। এছাড়াও প্রচণ্ড গরমে মানুষের হাতে পানীয় জল ও তুলে দেওয়া হয়।

পুলিশ সুপার কামনাসিস সেন জানান তাঁকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোয় তিনি অত্যন্ত খুশি হয়েছেন এবং পুলিশকে এই ধরনের সাহায্য করার জন্য তিনি নাগরিক জনকল্যাণ কমিটির সভাপতি সহ অন্যান্যদের ধন্যবাদ জানান।এছাড়াও বিধায়ক ও এস ডি পি ও তাঁরাও জনকল্যাণ কমিটির এই কাজের প্রশংসা করেন। সংস্থার সভাপতি মেহেমুদ খান জানান তাঁরা বছরের বিভিন্ন সময় নানা সমাজসেবা মূলক কাজ করে থাকেন তবে ঈদের প্রাক্কালে এই ধরনের একটা অনুষ্ঠান করতে পেরে তাঁরাও খুব খুশি । তিনি বলেন প্রশাসনের পাশে দাঁড়িয়েই তাঁরা কাজ করে যেতে চান। তাঁদের অনুষ্ঠানে সময় দেবার জন্য পুলিশ সুপার ও এস ডি পি ও সাহেব কে তিনি আন্তরিক শ্রদ্ধা ও ধন্যবাদ জানান।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *