বর্ধমান রাজনীতি দেশ-বিদেশ দক্ষিণবঙ্গ ক্রাইম স্বাস্থ্য ধর্ম লাইফ-স্টাইল স্বাস্থ্য প্রযুক্তি চাকরি কৃষি-কাজ রেসিপি ক্রিকেট ফুটবল
---Advertisement---

এক দেশ এক চার্জার লাগু হতে চলেছে

Published on: December 28, 2022
---Advertisement---

Join WhatsApp

Join Now

এক দেশ এক আইন লক্ষ্যে ধীর গতিতে হলেও এগিয়ে চলেছে নরেন্দ্র মোদির সরকার। পাশাপাশি দেশের বুকে মোবাইল থেকে ল্যাপটপ, ট্যাব থেকে চার্জার, সব ধরনের ইলেকট্রনিক ডিভাইসের ক্ষেত্রে বড়সড় বিপ্লব আনছে মোদি সরকার।বিভিন্ন কোম্পানির, বিভিন্ন মডেলের চার্জারের ক্ষেত্রে বিভিন্ন রকমের চার্জার পয়েন্ট রয়েছে।এই সব ইলেক্ট্রনিক ডিভাইস চার্জ করতে গিয়ে নাকাল হতে হয় আমজনতাকে ।

White mobile phone charger with usb cable on the wooden table

এই সমস্যা দূর করতে মোদি সরকার নিতে চলেছে বৈপ্লবিক পদক্ষেপ। এক দেশ, এক চার্জিং পয়েন্ট। সি-টাইপ। ২০২৫ সালের ১ জানুয়ারি থেকেই দেশ জুড়ে বাধ্যতামূলক ভাবে লাগু হতে চলেছে এই নীতি।কেন্দ্রের উপভোক্তা বিষয়ক মন্ত্রক এক বৈঠকে ঠিক করা হয় দেশে যত মোবাইল ফোন বা ইলেকট্রনিক ডিভাইস তৈরি হবে বা বিদেশ থেকে আমদানি করা হবে তাতে চার্জিং পয়েন্ট হিসাবে সি-টাইপ অ্যাডাপটারই ব্যবহার করা হবে।ল্যাপটপ, ট্যাব স্মার্টফোন সব ক্ষেত্রেই ব্যবহৃত হবে সি-টাইপ অ্যাডাপ্টার।

মোবাইল এখন মানুষের সর্বক্ষণের অঙ্গ হয়ে দাঁড়িয়েছে। সেই জায়গায় যদি প্রযুক্তিগত ভাবে তাঁদের একসুত্রে বেঁধে ফেলা যায় তাহলে সেখানে অসুবিধা হওয়ার কথা নয়।এক রকম চার্জার দিয়েই তাঁর সব ধরনের ইলেক্ট্রিক ডিভাইস চার্জ করাতে পারবেন।সরকার মনে করছে, এতে ই-ওয়েস্টের সংখ্যা কমবে এবং মানুষকে একাধিক চার্জারও কিনতে হবে না।

Join Telegram

Join Now