মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্য সরকারের তরফে মৃত তিনজন পরিবারের হাতে চেক তুলে দিলেন
শিবচর্চা ও কম্বল বিতরণ অনুষ্ঠানে পদপৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে তিনজনের আহত হয় ছয়জন
আসানসোলের রামকৃষ্ণ ডাঙ্গালে 27 নাম্বার ওয়ার্ডের কাউন্সিলর চৈতালি তেওয়ারী ও প্রাক্তন মেয়র জিতেন্দ্র তেওয়ারির উদ্যোগে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর শিবচর্চা ও কম্বল বিতরণ অনুষ্ঠানে পদপৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে তিনজনের আহত হয় ছয়জন।রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে রাজ্য সরকারের তরফে মৃত তিনজন পরিবারের হাতে 2লক্ষ টাকা ও আহত ছয়জন পরিবারের হাতে 50 হাজার টাকার চেক তুলে দিলেন রাজ্যমন্ত্রী চন্দ্রনাথ সিনহা।
এদিন তারা সঙ্গে উপস্থিত ছিলেন, বিধান সভার ডেপুটি স্পিকার আশীষ বন্দ্যোপাধ্যায়,মেয়র বিধান উপাধ্যায,চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জী,ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক সহ আরো অনেকে।এদিন রাজ্য মন্ত্রী চন্দ্রনাথ সিনহা বলেন পুলিশের অনুমতি ছাড়া সাধারণ গরীব মানুষকে একটি কম্বলের লোভ দেখিয়ে ছোট্ট একটা জায়গায় এত বড় অনুষ্ঠান করে বিশৃঙ্খলা সৃষ্টি করে পদপৃষ্ট হয়ে তিনটি জীবন শেষ হয়ে গেলো। আর আহত হয়েছেন ছয়জন।
এই বাংলার মাটির সাদ জানে না বিজেপি আর বাংলা দখলের চেষ্টা করছে।বাংলার মানুষ একবার তাদের যোগ্য জবাব দিয়েছে পুনরায় আরো দেবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশে অনুযায়ী সরকারি রূপে আজ মৃত পরিবার গুলির হাতে সহযোগিতা স্বরূপ 2লক্ষ টাকা দেওয়া হলো এবং আহতদের 50 হাজার টাকা।