জোর কদমে ধরা হচ্ছে হেলমেট বিহীন বাইক চালকদের
জোর কদমে ধরা হচ্ছে হেলমেট বিহীন বাইক চালকদের । বারবার পুলিশ প্রশাসনের পক্ষ থেকে মানুষকে সচেতন করা হচ্ছে । দুই মাসব্যাপী চলছে নানান রকম কর্মসূচি তার মধ্যে যেমন সেভ ড্রাইভ সেফ লাইফ , পথচলতি মানুষদের হেলমেট বিতরণ করা , রেলির মাধ্যমে সচেতনতা করা , এরকম ধরনের কর্মসূচি গত দুই মাস ধরে চলছে ।
মাঝে মাঝে অ্যাওয়ারনেস শিবির করার মাধ্যমে মানুষকে সচেতন করা, প্রতিটি মানুষ যাতে হেলমেট পড়ে সেই বার্তা দেয়া হচ্ছে বারবার । তা সত্বেও বেশ কিছু মানুষ মাথায় হেলমেট না পড়ে তারা বাইক চালাচ্ছে । সেই রকম বাইক চালককে আটক করা হচ্ছে, বর্ধমান শহর জুড়ে ট্রাফিক পুলিশ ও মহিলা থানার সহযোগিতায় জোর কদমে চলছে ধরপাকড় ।