ভ্যাকসিন নিতে গেলে শোনানো হচ্ছে গান

ভ্যাকসিন নিতে গেলে শোনানো হচ্ছে গান। এরকমই ছবি দেখা গেল বর্ধমানের মেডিক্যাল কলেজে। ভ্যাকসিন নিতে এলে শোনা যাচ্ছে গান। কখনও রবীন্দ্রসঙ্গীত, কখনও বা চলছে বাংলা কিংবা হিন্দি গান। ভ্যাকসিন রুমেই করা হয়েছে এই ব্যবস্থা। পাশাপাশি ভ্যাকসিন নেওয়ার পর বিশ্রাম কক্ষেও করা হয়েছে গানের ব্যবস্থা।রাজ্যে এর আগে ভ্যাকসিন ক্যাম্পের সামনে দেখা গিয়েছে লম্বা লাইন, বিশৃঙ্খলার ছবি।
ঘণ্টার পর ঘণ্টা লাইনে থাকতে দেখা গিয়েছে রাজ্যবাসীকে। দেখা গিয়েছে, কোভিড বিধি উপেক্ষার ছবিও। তবে বর্ধমান মেডিক্যাল কলেজের ছবি একেবারেই অন্যরকম। হাসপাতাল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, চিন্তামুক্ত মনে শান্ত পরিবেশে যাতে সাধারণ মানুষ ভ্যাকসিন নিতে পারেন, সেই জন্যই এই ব্যবস্থা করা হয়েছে।
বর্ধমান মেডিক্যাল কলেজের ভ্যাকসিন কর্মসূচি কেন্দ্রের উপদেষ্টা সুব্রত সেন এই বিষয়ে জানান, ‘এমনিতেই ভ্যাকসিনেশন সেন্টারে গেলেই সকলের মনে একটা ভীতি তৈরি হয়। টেনশন তৈরি হয়। তাই চিন্তা মুক্ত পরিবেশ তৈরির ওপর সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছি আমরা।’ সহকারী অধ্যক্ষ প্রবীর সেনগুপ্ত বলেন, ‘এখান থেকে সকলে ভয়শূন্য মনে ভাল থাকার সংকল্প নিয়ে বাড়ি ফিরবেন সেই ভাবনা থেকেই এই ব্যবস্থা নিয়েছি।’