বর্ধমানে নাগরিক প্রতিরোধ মঞ্চের আন্দোলন

সম্প্রতি বর্ধমান ষ্টেশনের পূরানো ওয়েটিং রুম বেসরকারি মালিকের হাতে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পূর্ব রেল। আরও আশ্চর্যের বিষয় হলো আগামী জানুয়ারি ২০২২ থেকেই পশ্চিমবঙ্গের মধ্যে প্রথম, বর্ধমান স্টেশনে ওয়েটিং রুম ব্যবহার করার জন্য প্রতি ঘন্টায় পাঁচ টাকা করে শিশুদের জন্যও ভাড়া আদায় করা হবে !!
তাছাড়াও প্রাপ্তবয়স্কদের জন্য প্রতি ঘন্টায় মাথা পিছু ১০ টাকা করে চার্জ নেওয়াও পূর্ব রেল ঘোষণা করেছে এর বিরুদ্ধে আজ ৩০শে ডিসেম্বর ২০২১ নাগরিক প্রতিরোধ মঞ্চ বর্ধমান শাখার পক্ষ থেকে রেলের ওয়েটিং রুম সহ কোন সরকারি সম্পত্তি বেসরকারিকরণ করা চলবে না, ট্রেনের টিকিট বৃদ্ধি করা চলবে না, সাধারণ মানুষের দিকে লক্ষ্য রেখে রেলের সরকারি পরিসেবার গুনগতমান আরও উন্নত করতে হবে ও যাত্রী নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে।

এই চার দফা দাবিতে বর্ধমান স্টেশন ম্যানেজারের নিকট বিক্ষোভ প্রদর্শন ও ডেপুটেশন দেওয়া হয়। এই ডেপুটেশনের নেতৃত্ব দেন মঞ্চের পক্ষ থেকে ঝর্ণা পাল, উৎপল দত্ত, সনৎ সাহা প্রমূখ। মঞ্চের পক্ষ থেকে ঝর্না পাল বলেন কেন্দ্রের বিজেপি সরকার রেলকে যেভাবে বেসরকারি মালিকের হাতে তুলে দিচ্ছে তার বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।