দুঃস্থ ছাত্রীর সঙ্গে দেখা করলেন মন্ত্রী স্বপন দেবনাথ

৪৯১ নম্বর পেয়ে রাজ্যে অষ্টম স্থান অর্জন করে পূর্ব বর্ধমান জেলার নাম উজ্জ্বল করেছে। মূলত এই মেধাবী ছাত্রী প্রিয়াঙ্কা আদক চাষী পরিবারে কন্যা,বাড়ি দামোদর নদী লাগোয়া সদরঘাট চাষী মানায়।

উচ্চ মাধ্যমিক পরীক্ষায় রাজ্যে অষ্টম স্থানে জায়গা করেছে এস, সি,সম্প্রদায়ের ছাত্রী প্রিয়াঙ্কা আদক। সে এই বছর বর্ধমান বিদ্যার্থী ভবন গার্লস উচ্চ বিদ্যালয় থেকে ৪৯১ নম্বর পেয়ে রাজ্যে অষ্টম স্থান অর্জন করে পূর্ব বর্ধমান জেলার নাম উজ্জ্বল করেছে। মূলত এই মেধাবী ছাত্রী প্রিয়াঙ্কা আদক চাষী পরিবারে কন্যা,বাড়ি দামোদর নদী লাগোয়া সদরঘাট চাষী মানায়। অত্যন্ত দরিদ্র পরিবারের এই কন্যাকে সংবর্ধনা প্রদান করতে খোদ রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ বাড়ি পৌঁছান।

ছাত্রীর হাতে স্মারক,মিষ্টির প্যাকেট এবং উত্তরীয় পরিয়ে সম্বর্ধিত করেন। এছাড়া তাঁর হাতে বিধায়ক ও জেলা যুব সভাপতি অলোক মাঝি এবং বর্ধমানের অন্যতম জন নেতা ১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রাসবিহারী হালদার অর্থ দিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দেন। মন্ত্রী স্বপন দেবনাথ জানান,যতদিন পর্যন্ত পড়াশুনা চালিয়ে যাবে ততদিন তিনি তাঁর বেতন থেকে প্রতিমাসে এক হাজার করে টাকা প্রিয়াঙ্কা আদকের একাউন্টে দেওয়া হবে।

পাশাপাশি সরকারিভাবে ইনস্টিটিউট এবং অন্যান্য যেসব সংস্থা রয়েছে সেগুলো থেকে বঞ্চিত না থাকে সেই দায়িত্ব রাসবিহারী হালদারকে দিয়ে যান মন্ত্রী স্বপন দেবনাথ।অন্যদিকে জননেতা রাসবিহারী হালদার জানান,জেলার গর্ব প্রিয়াঙ্কা…সুতরাং তাঁর ও তাঁর পরিবারের পাশে সব সময় থাকবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *