প্রকাশ্য সভা থেকে মুখ খুললেন মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী
উন্নতি হবে তোমার দলের নামে ,বাড়ি হবে তোমার দলের নামে ভোটের সময় দাদাগিরি করবে
দলের নেতাদের কাছে মন্ত্রী অপমানিত হওয়ার পর এবার তৃনমূলের প্রকাশ্য সভা থেকে মুখ খুললেন মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী।
অপমানিত হওয়ার পরেই পাল্টা জবাব প্রকাশ্যে মঞ্চ থেকে এবার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরীর। রবিবার মেমারি দু’নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস পক্ষ থেকে বিজুর দুনম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বিলবাড়ি গ্রামে সভা অনুষ্ঠিত হয়।তিনি প্রকাশ্য মঞ্চ থেকে সভায় বলেন সবকিছু করবে দলের নামে,উন্নতি হবে তোমার দলের নামে ,বাড়ি হবে তোমার দলের নামে , নেতাগিরি করবে তোমার দলের নামে ,আর ভোটের সময় দাদাগিরি করবে এটা হয়না,এত অকৃতজ্ঞ এত নিমকহারাম।
এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মন্তেশ্বরের বিধায়ক তথা রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী, মেমারি দু’নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি হরিসাধন ঘোষ, সহ-সভাপতি অমর সাহা, বিজুর দু’নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি দীনবন্ধু ঘোষ, পঞ্চায়েত প্রধান বৃন্দাবন ঘোষ ব্লক ও অঞ্চল স্তরে নেতৃত্ব এবং তৃণমূল কংগ্রেসের কর্মীবৃন্দ।