মালদায় বিড়ি শ্রমিকদের নিয়ে সভা
মালদা :- মালদা জেলা সিআইটিইউ কমিটি ও গাজোল ব্লক লোকাল কমিটি-র উদ্যোগে শুক্রবার সন্ধ্যায় বিড়ি শ্রমিকদের নিয়ে একটি সভা হয়ে যায় পান্ডুয়া হাইস্কুল ময়দানে। শ্রমিকদের সঙ্গে মালিক পক্ষের চুক্তিমতো ১৭৮ টাকা মজুরি দেওয়ার কথা তাঁদের। কিন্তু এখন পর্যন্ত ওই টাকা মজুরি শ্রমিক পাচ্ছে না। এই বিষয় নিয়ে এদিনের সভায় আলোচনা করা হয়।
১৭৮ টাকা মজুরি না পেলে শ্রমিকরা এরপর বৃহত্তম আন্দোলনে সামিল হবেন বলে সভায় সিদ্ধান্ত হয়। সভায়
উপস্থিত ছিলেন মোশারফ হোসেন সম্পাদক সিআইটিইউ-র জেলা সভাপতি আব্দুস সাত্তার, সম্পাদক মোসারফ হোসন, জেলা নেতা অবনী মন্ডল, অজয় খান প্রমুখ।