আজ পঞ্চায়েত বোর্ড গঠনের তৃতীয় দিনেও উত্তপ্ত মালদার হরিশ্চন্দ্রপুর
হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের কুশিদা গ্রাম পঞ্চায়েতে প্রধানের বোর্ড গঠন
আজ পঞ্চায়েত বোর্ড গঠনের তৃতীয় দিনেও উত্তপ্ত মালদার হরিশ্চন্দ্রপুর জানা গেছে কুশিদা গ্রাম পঞ্চায়েতের মোট আসন ২৮ টি তৃণমূল পেয়েছে ৯টি,জোট পেয়েছে ১১জোট,নির্দল ৪টি,বিজেপি ৪টি ।আজ হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের কুশিদা গ্রাম পঞ্চায়েতে প্রধানের বোর্ড গঠন ছিল। সকাল থেকে শান্তিপূর্ণভাবে ভোটদান চললেও ঠিক দুপুর দুটোর সময়
ভোট দান চলাকালীন তৃণমূল ও কংগ্রেসের মধ্যে সংঘর্ষে জড়িয়ে পড়ে বলে অভিযোগ। তৃণমূলের পাঁচ জন প্রার্থীর আহত হয়েছে ও জোটের একজন প্রার্থী আহত হয়েছে। তাদের সবাইকে খুশিতে আগামী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। পুলিশ পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ভোটদান এখনো চলছে। ঘটনাস্থলে উপস্থিত আছেন মালদা জেলার ডিএসপি বিপুল ব্যানার্জি ও হরিশ্চন্দ্রপুর থানার আইসি দেবদূত গজমীর।