বর্ধমান রাজনীতি দেশ-বিদেশ দক্ষিণবঙ্গ ক্রাইম স্বাস্থ্য ধর্ম লাইফ-স্টাইল স্বাস্থ্য প্রযুক্তি চাকরি কৃষি-কাজ রেসিপি ক্রিকেট ফুটবল
---Advertisement---

প্রতি বছরের মতো এবারও সাড়ম্বরে ফলহারিণী কালীপুজো পালিত হচ্ছে তারাপীঠে

Published on: June 6, 2024
---Advertisement---

Join WhatsApp

Join Now

প্রতি বছরের মতো এবারও সাড়ম্বরে ফলহারিণী কালীপুজো পালিত হচ্ছে তারাপীঠে। জ্যৈষ্ঠমাসের অমাবস্যা তিথি যা মূলত ফলহারিণী অমাবস্যা নামেও খ্যাত।এই দিনেই পূজিত হন আদিশক্তি। এই অমাবস্যা তিথিতে কথিত রয়েছে আদিশক্তি মা কালী মা তারা কে ফল দিয়ে ভোগ নিবেদন করতে হয়।আর ফল নিবেদন করলে মনস্কামনা পূরণ হয় ভক্তদের বলে বিশ্বাস।তাই ফল দিয়ে মা তারাকে পুজো করেন ভক্তরা। ফলহারিণী অমাবস্যা উপলক্ষে তারাপীঠে তারা মায়ের নিশিরাতে পুজো ও আরতি হয়। রাতে মাকে ফুল এবং ফলের মালা দিয়ে রাজবেশে সাজানো হয়। যে ফল বিগ্রহকে নিবেদন করা হয়, সেই ফল খাওয়া যায় না। ফলহারিণী অমাবস্যা উপলক্ষে তারাপীঠে আরতি হয় তিনবার।

এই ফলহারিণী অমাবস্যা শুরু হচ্ছে আজ সন্ধ্যা ৭ টা ১৫ মিনিট ৫৩ সেকেন্ড থেকে চলবে বৃহস্পতিবার ৫:৫৩ মিনিট ৩১ সেকেন্ড পর্যন্ত। যেহেতু আজকে সন্ধ্যাবেলায় এ আমাবস্যা শুরু হচ্ছে তাই জন্য সন্ধ্যেবেলাতে মা তারা কে রাজরাজেশ্বরী বেসে সাজিয়ে লিচু আম আপেল বেদানা বিভিন্ন ফল দিয়ে ভোগ নিবেদন এর পাশাপাশি বিভিন্ন ফলের মালা পরিয়ে পুজো করা হয়। মন্দিরের পাশাপাশি তারাপীঠ মহাশ্মশানে সন্ধ্যের পর থেকেই বিভিন্ন সাধু সন্ন্যাসীরা শুরু করবেন মহাযজ্ঞ। যেহেতু আজ সন্ধ্যেবেলায় মা তারা কে ফল নিবেদন করে ভোগ দেওয়া হয় তাই এই দিন তারাপীঠ আগত পর্যটক থেকে শুরু করে তারাপীঠ এলাকার বাসিন্দা এবং পুরোহিতরা কেউ সকাল থেকে কোনো রকম ফল খান না। মা তারা কে ফল দিয়ে ভোগ নিবেদনের পরেই পুরোহিতরা ফলের ভোগ গ্রহণ করে থাকে।

তারাপীঠের কৌশিকী অমাবস্যার মতই এই ফলহারিণী আমাবস্যার মাহাত্ম্য রয়েছে আর সেই কারণেই বহু দূর দূরান্ত থেকে পর্যটকেরা তারাপীঠ মা তারার মন্দিরে পুজো দেওয়ার জন্য ছুটে আসেন। তারাপীঠ মন্দির কমিটির সভাপতি তারাময় মুখোপাধ্যায় জানান আগত পর্যটকদের কথা মাথায় রেখে মন্দির কমিটির তরফ থেকে অতিরিক্ত নিরাপত্তারক্ষী থেকে শুরু করে সব রকমের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Join Telegram

Join Now