পঞ্চায়েত নির্বাচনে পুলিশ ও বিডিও র মদতে শাসকদল তৃণমূলের বাহিনী ভোট লুঠ করেছে।এই অভিযোগ বারবার তুলেছে বিরোধী দলের নেতা-কর্মীরা।তার প্রতিবাদে আজ বিকেলে ব্যারাকপুর ব্লক ওয়ান সিপিআইএম কমিটির তরফে পানপুরে অবস্থিত ব্যারাকপুর ব্লক এক বিডিও অফিস অভিযান করে।

সেখানেই বাম কর্মী সমর্থকদের সাথে পুলিশের চরম বচসা বেধে যায়। সেখানেই আচমকা পরিস্থিতি উত্তপ্ত হলে লাঠিচার্জ করে পুলিশ। ২ বাম কর্মী সমর্থক গুরুতর আহত হয়েছেন বলে জানা গিয়েছে।

এই ঘটনার প্রতিবাদেই ব্যারাকপুর কল্যাণী এক্সপ্রেসওয়ের কাঁকিনাড়া পানপুর মোড় অবরোধ করে সিপিআইএম। নেতৃত্বে CPIM এর রাজ্য কমিটির সদস্য গার্গী চট্টোপাধ্যায় সহ একাধিক সিপিআইএম নেতৃত্ব ও কর্মীরা।আহত CPIM নেত্রী গার্গী চট্টোপাধ্যায় সহ একাধিক সিপিআইএম কর্মী।