শিশুদের নিয়ন্ত্রণ করতে চাইলে বকাঝকা নয়,
শিশুকে শাসনে রাখবেন বকাঝকা না করেও
রীতিমত নাকানিচুবানি খেতে হয় বাবা-মাকে শিশুদের নিয়ন্ত্রণে রাখতে।বিরক্ত হয়ে অনেকে গায়ে হাত অবধি তোলেন, তাদের ওপর রাগ দেখান, অতিরিক্ত বকাঝকা করে ফেলেন।কিন্তু এই শাসনে শিশু আরও রাগি ও জেদী হয়ে ওঠে। শিশুদের নিয়ন্ত্রণ করতে চাইলে বকাঝকা নয়,
অনুরোধ –
সন্তানকে অনুরোধ করবেন কিছু শব্দ ম্যাজিকের মতন।য়া করে, দুঃখিত, ধন্যবাদ এগুলো বলে সন্তানকে নিয়ন্ত্রণে আনতে পারেন সহজেই। দৈনন্দিন কাজে সাহায্য করতে বলতে পারেন। এতে করে ঘরের কাজেও তাদের আগ্রহ বাড়বে।
নরম সুরে কথা-
সন্তানের সঙ্গে অনেক বাবা মায়েরাই উচ্চস্বরে কথা বলেন বা তাদের ধমক দেন।শিশুরা ভয়ে তাদের থেকে দূরে সরে যেতে থাকে।শিশুর মানসিক অবস্থা বুঝে তার সঙ্গে নরম স্বরে কথা বলুন।
আত্মনিয়ন্ত্রণ শেখানো-
কিছু চাইলেই বা জেদাজেদি করলেই যে তাকে কিনে দেবেন, এমনটা নয়। শিশুকে আত্ম নিয়ন্ত্রণ শেখানোর এটা খুব উপযোগী পন্থা। গ্লাসে জল ঢেলে খাওয়া, নিজের বই গুছিয়ে রাখা ইত্যাদি অভ্যাস করাতে পারেন।
চিত্কার নয়-
সন্তান যদি ক্ষেপে যায় বা খারাপ ব্যবহার করে তবে তার সঙ্গে চিত্কার চেঁচামেচি না করাই ভালো।আপনি শান্ত থাকুন যতক্ষণ না সে শান্ত হয়।মিটলে শান্ত অথচ দৃঢ় কন্ঠে তার সঙ্গে কথা বলুন এবং বোঝান।
সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলাধুলায় তার সঙ্গ দিন। শিশুর সঙ্গে সময় কাটান।যতটা সম্ভব তাকে মোবাইল থেকে দূরে রাখুন।পরিবর্তে ছবি আঁকা, ছড়া, আবৃত্তি এগুলো করান।