আদিবাসী নেত্রী রাষ্ট্রপতি

থম আদিবাসী মহিলা হিসেবে বসবেন রাষ্ট্রপতির কুর্সিতে। প্রতিবেশী রাজ্যের সেই আদিবাসী নেত্রীকে রাষ্ট্রপতি নির্বাচনে পদপ্রার্থী হিসেবে ঘোষণা করল বিজেপির নেতৃত্বাধীন জোট।

INTERNET :- দ্রৌপদী মুর্মু কে আসলে?

কাউন্সিলর হিসেবে রাজনৈতিক জীবন শুরু করেছিলেন দ্রৌপদী। পরবর্তীতে রায়রংপুর উপদেষ্টা কমিটির চেয়ারপার্সন হয়েছিলেন। যে বিধানসভা কেন্দ্র থেকে দু’বার ভোটে জিতেছিলেন।ওড়িশার দু’বারের বিধায়ক ছিলেন আদিবাসী নেত্রী দ্রৌপদী। বিজু জনতা দল তথা নবীন পট্টনায়েকের সরকারের মন্ত্রীও ছিলেন। যে সরকারকে সমর্থন জুগিয়েছিল বিজেপি। ২০০০ সাল এবং ২০০৪ সালে বিজেপির টিকিটেই ময়ূরভঞ্জ জেলার রায়রাংপুর কেন্দ্র থেকে ভোটে জিতেছিলেন।

২০০০ সাল থেকে ২০০৪ সাল পর্যন্ত বিজেডি-বিজেপি জোট সরকারে একাধিক গুরুত্বপূর্ণ ছিল দ্রৌপদীর হাতে। পরিবহণ, মৎস্য এবং পশুপালন দফতরের দায়িত্বে ছিলেন। তারইমধ্যে ২০০৭ সালের ওড়িশার সেরা বিধায়ক হয়েছিলেন (নীলকণ্ঠ পুরস্কার)।ঝাড়খণ্ডের রাজ্যপাল ছিলেন দ্রৌপদী মুর্মু। ২০১৫ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত সেই পদে ছিলেন আদিবাসী নেত্রী।যদি দ্রৌপদী নির্বাচনে জিতে যান, তাহলে ইতিহাস গড়বেন। প্রথম আদিবাসী মহিলা হিসেবে বসবেন রাষ্ট্রপতির কুর্সিতে।
প্রতিবেশী রাজ্যের সেই আদিবাসী নেত্রীকে রাষ্ট্রপতি নির্বাচনে পদপ্রার্থী হিসেবে ঘোষণা করল বিজেপির নেতৃত্বাধীন জোট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *