আয় বাড়াতে বড়সড় সিদ্ধান্ত নিল ভারতীয় রেল

করোনার কারণে বন্ধ লোকাল ট্রেন পরিষেবা। এখন অবশ্য ধীরে ধীরে বিধিনিষেধ শিথিল হতে শুরু করেছে যার জেরে তৈরি হয়েছে ট্রেন চলাচলের সম্ভাবনাও। যদিও এখনও পর্যন্ত রাজ্যে ভরসা শুধুমাত্র স্পেশাল ট্রেনই। তবে এবার রেলের আয় বাড়াতে নতুন পদক্ষেপ নিতে চলেছে পূর্ব রেলের হাওড়া ডিভিশন।হাওড়া ডিভিশনের লোকাল ট্রেন গুলিতে এবার টিভি স্ক্রিন বসানোর সিদ্ধান্ত নিয়েছে রেল। অর্থাত্‍ যাত্রীরা এবার টিভির আনন্দ নিতে নিতেই পৌঁছে যেতে পারবেন নিজেদের কর্ম ক্ষেত্রে।

সিপিআরও একলব্য চক্রবর্তী বলেন, “পরীক্ষামূলকভাবে প্রথমে হাওড়ার সেকশনে বসানোর পরিকল্পনা রয়েছে । রেলের এই নতুন উদ্যোগ কতটা সাফল্য লাভ করতে পারে সেই বিষয়টি যাচাই করে পরে আরও ট্রেনে বসানো হতে পারে স্ক্রিন । রেলের আয় বাড়াতে এই উদ্যোগ নেওয়া হয়েছে । এই স্ক্রিনে বিভিন্ন রকমের অনুষ্ঠানের পাশাপাশি বেসরকারি সংস্থার বিজ্ঞাপনও দেখানো হবে । যাঁরা বিজ্ঞাপন দিতে ইচ্ছুক তাঁরা তাঁদের সংস্থার বিজ্ঞাপন দিতে পারবেন এখানে । প্রাথমিক আলোচনা হয়ে গিয়েছে ।

ইতিমধ্যেই টেন্ডার ডাকা হয়েছে । ” সূত্রের খবর অনুযায়ী ইতিমধ্যেই হাওড়া ডিভিশনের প্রায় ৫০ টি রেককে বেছে নেওয়া হয়েছে টিভি স্ক্রিন বসানোর জন্য। সামনে এবং পিছনে মিলিয়ে প্রতিটি কোচে দুটি করে স্ক্রিন বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাইলট প্রজেক্ট কতখানি সফল হয় তার উপরেই নির্ভর করছে পরবর্তী পরিকল্পনা। জানা গিয়েছে অনেকটা মেট্রোতে যেরকম এলইডি স্ক্রিনের মাধ্যমে পরবর্তী স্টেশন সম্পর্কিত তথ্য দেখানো হয় তেমনভাবেই বসানো হবে টিভি স্ক্রীন।

এই প্রজেক্ট আরও সফল হলে আগামী দিনে স্টেশন গুলিতেও টিভি বসানোর পরিকল্পনা রয়েছে রেলের। হাওড়া স্টেশনে ইতিমধ্যেই বেশ কিছু এলইডি স্ক্রিন রয়েছে। অন্য ক্ষেত্রেও এমনই ব্যবস্থা করতে চাইছে পূর্ব রেল। যদিও সবটাই নির্ভর করছে এই প্রকল্পের সফলতার উপর। তবে পরবর্তী ক্ষেত্রে এর জন্য যাত্রী ভাড়ায় কোন প্রভাব পরে কিনা সেটাই এখন দেখার বিষয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *