প্রথম দিনেই চরম দুর্ভোগের মুখে বন্দে ভারত

দ্রুত গতির এই ট্রেন দেশের রেল মানচিত্রে নয়া দিগন্ত খুলে দিয়েছে। দেশে ৬টি বন্দে ভারত এক্সপ্রেসের সূচনা হয়েছে।

এরাজ্যে সেমি হাইস্পিড ট্রেন বন্দে ভারত এক্সপ্রেসের সূচনা হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাত ধরে।ট্রেন থামতেই ডানকুনিতে হুড়মুড়িয়ে লোক উঠে পড়ল বন্দে-ভারত ট্রেনে।স্টেশনে দাঁড়িয়ে থাকতে হল বন্দে ভারতকে নির্ধারিত সময়ের পরও।হাওড়া থেকে ছাড়ার পর দেশের প্রথম সেমি হাইস্পিড ট্রেন বন্দেভারতের প্রথম স্টপেজ ডানকুনি।ঝাঁ চকচকে সেমি হাইস্পিড ট্রেনে হুড়মুড়িয়ে উঠে পড়েন বেশ কিছু মানুষ।আজ দুপুর ১২টা বেজে ৩মিনিটে ডানকুনিতে পৌঁছায় বন্দেভারত ট্রেন।১০ মিনিট ডানকুনিতেই থমকে যায় ট্রেনের চাকা।

হাওড়া থেকে নিউ জলপাইগুড়ি যাবে এই ট্রেন।প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভার্চুয়ালি এই ট্রেনের উদ্বোধন করলেন।এক্সপ্রেসের সূচনা অনুষ্ঠানে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, রাজ্যপাল সিভি আনন্দ বোস হাজির ছিলেন।প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সশরীরে হাজির থাকার কথা ছিল।মায়ের আকস্মিক প্রয়াণের জেরে ভার্চুয়ালি বন্দে ভারত এক্সপ্রেস-সহ আজ এরাজ্যের একাধিক প্রকল্পের শুভ সূচনায় মোদী।

দ্রুত গতির এই ট্রেন দেশের রেল মানচিত্রে নয়া দিগন্ত খুলে দিয়েছে। দেশে ৬টি বন্দে ভারত এক্সপ্রেসের সূচনা হয়েছে। রেলকর্তাদের দাবি আধুনিক সমস্ত সুবিধাযুক্ত এই বিশেষ ট্রেন পর্যটকদের কাছে অত্যন্ত আকর্ষণীয় হতে চলেছে ।

এরই পাশাপাশি এদিন জোকা থেকে তারাতলা পর্যন্ত মেট্রোরেলেরও ভার্চুয়ালি উদ্বোধনে প্রধানমন্ত্রী।হাওড়া থেকে ছেড়ে মালদহ ও বোলপুরে দাঁড়িয়ে বন্দে ভারত এক্সপ্রেসের যাত্রা শেষ হবে নিউ জলপাইগুড়িতে। বাংলার রেল মানচিত্রে আজ নয়া যুগের সূচনা। দ্রুত গতির বন্দে ভারত এক্সপ্রেসের হাত ধরে রাজ্যের পর্যটনেও আরও গতি আসবে বলেই ধারণা করা হচ্ছে। উদ্বোধনী মঞ্চে দেখা গিয়েছে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী-সহ সহ দলের সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষকেও ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *